বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে ০৫/০৮/২০২০ ইং সদরঘাটে, ঢাকা নদী বন্দরের সম্মেলন কক্ষে “সদরঘাট এলাকায় ডিঙ্গী/খেয়া নৌকার পরিবর্তে ওয়াটার বাস দিয়ে যাত্রী পারাপার শুরুর বিষয়ে” সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন ।
এছাড়া, গোলাম সাদেক এর সভাপতিত্বে ০৫/০৮/২০২০ ইং বিআইডব্লিউটিএ ভবনের সম্মেলন কক্ষে “ঢাকার চারিপাশের নদীর তীরভূমিতে চলমান স্থাপিত সীমানা পিলার নিয়ে যেখানে যেখানে আপত্তি রয়েছে এবং আপত্তি সংক্রান্ত আবেদন দ্রুততার সাথে আইনিভাবে নিষ্পত্তিকরণ বিষয়ে” একটি সভা অনুষ্ঠিত হয় । চেয়ারম্যান মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ।